ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জমি ফিরিয়ে দেয়ার দাবিতে রাজশাহীতে আদিবাসীদের গণঅবস্থান

প্রকাশিত: ২২:২৮, ১৬ জানুয়ারি ২০১৮

জমি ফিরিয়ে দেয়ার দাবিতে রাজশাহীতে আদিবাসীদের গণঅবস্থান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতাল আদিবাসী-বাঙ্গালিদের জমি ফিরিয়ে দেওয়াসহ সাত দফা দাবিতে রাজশাহীতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। বক্তব্য দেন, প্রসিডিয়াম সদস্য খ্রীস্টিনা বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার স্যামদুয়ার, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, জেলার আহব্বায়ক নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, জনউদ্যোগের রাজশাহী ফেলো জুলফিকার আহম্মেদ গোলাম ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের জেলা সভাপতি রঘুনাথ রবিদাস। কর্মসূচি থেকে সাহেবগঞ্জ-বাগদাফার্মে আদিবাসীদের কেড়ে নেয়া জমি ফেরত এবং গুলিতে নিহত শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুকে হত্যার বিচার দাবি করা হয়। এছাড়া, অগ্নিসংযোগ, লুটপাট, আবাদি ফসল নষ্ট, ঘরবাড়ি ভাংচুরের জন্যও আলাদা ক্ষতিপূরণ দাবি করা হয়।
×