ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সূচকের উত্থানে ফিরেছে পুঁজিবাজার

প্রকাশিত: ১৯:২০, ১৬ জানুয়ারি ২০১৮

সূচকের উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দুই দিনের বড় পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৯৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। সকালে সূচকের পতন দিয়ে শুরুর কিছুক্ষণ পরেই সূচকের উর্ধগতি ফিরে আসে। প্রথম ঘন্টায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৭৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
×