ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত সফরে চন্দ্রকলা থিয়েটার

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জানুয়ারি ২০১৮

ভারত সফরে চন্দ্রকলা থিয়েটার

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ১৩তম আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে আগামী ২২ জানুয়ারি ইউপি যাচ্ছে বাংলাদেশের অন্যতম তারুণ নির্ভর নাট্য সংগঠন চন্দ্রকলা থিয়েটার। সেখানে তারা মহাত্মা গান্ধী মঞ্চে ২৬ এবং ২৮ জানুয়ারি ‘তামাশা’ এবং ‘পরম্পরা’ নামে ২টি নাটক মঞ্চায়ন করবে চন্দ্রকলা। নাটক দুটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক এইচআর অনিক। নাটক দুটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহমুদুল হাসান, মলি, আব্দুল আহাদ, সাজ্জাদুর রহমান, গোলাম সরোয়ার এবং এইচআর অনিক। সঙ্গীত পরিচালনায় এসএম অঙ্গন। ‘পরম্পরা’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে, একজন মানুষের সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে। মানুষের জীবনের অব্যক্ত কথাগুলোকে ব্যক্ত করাই ‘পরম্পরা’ নাটকের মূল বক্তব্য। মানুষ তার সমস্ত জীবনে হাসি-কান্না, দুঃখ-কষ্টের ওপর নির্ভর করে জীবন পরিচালিত করে। নাটকটির গল্পে দেখা যাবে মানুষ তৃতীয় ব্যক্তি দ্বারা কিভাবে ক্ষতি সাধন করে তার জীবনে। নাটকে আরও তুলে ধরা হয়েছে মানুষ মানুষের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশকে, সমাজকে, পৃথিবীকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে চন্দ্রকলা থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘তামাশা’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে দুটি পরিবারকে কেন্দ্র করে। হাস্য রসাত্মক ঢংয়ে শৈল্পিক ভাবনায় নাটকটির কাহিনী এগিয়ে যায়। ভারত সফর প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক এইচআর অনিক বলেন- এই নাট্যোৎসবে অংশ নেয়া একটি বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা সেখানে বিভিন্ন দেশের স্বনামধন্য নাট্যদলগুলো আরও ভাল ভাল নাটক মঞ্চায়ন করবে। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করবে। দুটি নাটকেই একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছি এবং নাকটগুলোতে আমাদের মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি সফলতার সঙ্গে বাংলাদেশকে তুলে ধরতে পারব।
×