ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হচ্ছে ‘আমার ছবি’

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জানুয়ারি ২০১৮

শেষ হচ্ছে ‘আমার ছবি’

সংস্কৃতি ডেস্ক ॥ চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ ৮১০ পর্ব প্রচারের মধ্য দিয়ে আগামীকাল ১৭ জানুয়ারি শেষ হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের বেসরকারী আর্কাইভখ্যাত অনুষ্ঠানটি প্রচারের ১৮ বছর পূর্তি হতে যাচ্ছে। অনুষ্ঠানটির শেষ পর্বে অংশ নিয়েছেন বিশিষ্টি শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পর্বটি প্রচার হবে ওইদিন বিকেল ৫-৩০ মিনিটে। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনার পাশাপাশি যৌথভাবে পরিচালনাও করেছেন শফিউজ্জামান খান লোদী ও শামীম আলম দীপেনসহ। আর সম্পাদনা করেছেন এ কে আজাদ। অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা শফিউজ্জামান খান লোদী ও শামীম আলম দীপেন বলেন, চলচ্চিত্র পরিচালক এ জে মিন্টুর সাক্ষাৎকারের মধ্য দিয়ে ‘আমার ছবি’ প্রচার শুরু হয়। আমার ছবি বাচসাস সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। শুধুমাত্র বোদ্ধামহল নয় এই অনুষ্ঠানের সমান জনপ্রিয়তা ছিল দর্শকমহলেও। অনুষ্ঠানটির ৮০০তম পর্বে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নেপথ্য কণ্ঠশিল্পী মাহবুবা রহমানের সাক্ষাতকার প্রচার করা হয়েছিল। আমার ছবির সমাপ্তিলগ্নে যে সকল তারকা ব্যক্তিত্ব ও নেপথ্যের কলাকুশলীগণ আর নেই, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শেষ পর্বে অনুষ্ঠানে আগত এ যাবত সকল তারকাশিল্পী ও নেপথ্যের কলাকুশলীদের বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
×