ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসব ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’

প্রকাশিত: ০৭:১৩, ১৬ জানুয়ারি ২০১৮

থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসব ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’

স্টাফ রিপোর্টার ॥ ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ স্লোগানে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল আগামী ১৯ জানুয়ারি ২৭ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের বর্তমান অধ্যক্ষ রামেন্দু মজুমদার, উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ আপন আহসান এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। সংবাদ সম্মেলনে রামেন্দু মজুমদার বলেন, ২৭ বছরের পথচলায় থিয়েটার স্কুল বাংলাদেশের নাট্যজগতে অনেক নাট্যকর্মীকে উপহার দিয়েছে। যারা আজ নাট্যক্ষেত্রে সুনামের সঙ্গে নিজেদের সংহত করেছে। আমাদের স্কুলের এই পথচলাকে উদযাপন করতে আমরা থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসব ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ শীর্ষক আয়োজন করেছি। সৈয়দ আপন আহসান জানান, আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসব কয়েকটি আয়োজনে সাজানো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উৎসব উদযাপনের প্রথম অংশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সকাল সাড়ে ১০টায় ‘চিরায়ত নাট্যরীতি ও সমকালীন প্রযোজনা নিরীক্ষা’ শীর্ষক সেমিনারে বিষয় উপস্থাপন করবেন অধ্যাপক আবদুস সেলিম। বিকেল ৪টায় রয়েছে আনন্দ শোভাযাত্রা। শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে আবারও নন্দন মঞ্চ এসে শেষ হবে। শেষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টায় থাকবে উৎসব আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক পরিবেশনা। এই অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সংবাদ সম্মেলনে থিয়েটার স্কুলের সাবেক শিক্ষার্থী আকতারুজ্জামান স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিবন্ধন করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে সব সংস্কৃতিপ্রেমীদের উৎসব উদযাপন আয়োজনের সব পর্বে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।
×