ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তেজগাঁওয়ে বাড়ি ও কামরাঙ্গীরচরে চুড়ি কারখানায় আগুন

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ জানুয়ারি ২০১৮

তেজগাঁওয়ে বাড়ি ও কামরাঙ্গীরচরে চুড়ি কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়ায় একটি দোতলা বাড়িতে ও কামরাঙ্গীরচরে একটি চুড়ি তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তেজকুনীপাড়ার ১৯২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ছাদে তৈরি টিনশেড একটি ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মোঃ ফয়সালুর রহমান জনকণ্ঠকে জানান, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। টিনশেড ওই ঘরে থাকা প্রায় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জানান, সোমবার বেলা ১১টার দিকে মজিবরঘাট এলাকার একটি টিনশেড বাড়িতে গড়ে ওঠা চুড়ি তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে। বনানীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দু’জন দগ্ধ ॥ এদিকে, রাজধানীর বনানী এলাকায় রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এলাকার ২৩ নম্বর রোড, ব্লক ‘এ’ দ্বিতীয় তলার একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-আল-আমিন (৩০) ও জসিম (৪০)। তারা দু’জনেই উত্তরা মেম্বার বাড়ি এলাকায় থাকেন বলে জানা গেছে। দগ্ধদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় হঠাৎ বিস্ফরণে ওই দুই ব্যক্তি দগ্ধ হন।
×