ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতার্তদের মাঝে বিতরণ করা কম্বলের মান নিয়ে সংসদে প্রশ্ন

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ জানুয়ারি ২০১৮

শীতার্তদের মাঝে বিতরণ করা কম্বলের মান নিয়ে সংসদে প্রশ্ন

সংসদ রিপোর্টার ॥ সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণকৃত কম্বলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। কিন্তু যে কম্বলটা দেয়া হচ্ছে সেটা নি¤œ আয়ের দেশের লোকের কম্বল। কাজেই আগামীতে একটু ভাল এবং বেশি কম্বল দিতে হবে।’ এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, প্রশ্নকর্তা যথার্থ একটা কথা বলেছেন। এবার যে শীত পড়েছে গত ৫০ বছরেও এই ধরনের তীব্র শীত লক্ষ্য করিনি, উপলব্ধিও করিনি। এবার সারাদেশে বিশেষ করে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারিসহ ২০ জেলায় গত ১০ দিন ধরে একই অবস্থা। গত সাতদিন ওইসব জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। এই কষ্টের মধ্যে দিয়ে মানুষ দিন যাপন করছেন। তবে আমরা বসে নেই, এবার সরকারের আগাম প্রস্তুতি ছিল বলেই অনেক পদক্ষেপ নিতে পেরেছে। সরকারের পক্ষ থেকে বিতরণকৃত কম্বলের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভা-ার থেকে ১৮ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই ধাপে ৯ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৭ লাখ ও দ্বিতীয় ধাপে ২ লাখ কম্বল দেয়া হয়েছে। মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও জানান, শীত কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও কয়েক দিন ধরে এই ধরনের শীতে মানুষের কষ্ট হবে। তাই আমরা সোমবার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওই ২০ জেলাসহ সারাদেশে আরও ৯৮ হাজার পিস কম্বল পাঠিয়েছি। এছাড়া বাচ্চাদের জন্য ৮০ হাজার শুকনো খাবার পাঠানো হয়েছে। সর্বমোট ২৫ লাখ কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। মন্ত্রী এ সময় সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
×