ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর সিটি নির্বাচন

আজ জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করবেন এরশাদ

প্রকাশিত: ০৬:১০, ১৬ জানুয়ারি ২০১৮

আজ জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করবেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ -নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেবে বিরোধী দল জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বেলা ১১টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ইতোমধ্যে গণমাধ্যমে পাঠানো হয়েছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো বলছে, জাপার প্রার্থীর ক্ষেত্রে চমক দেবেন এরশাদ। আগে প্রার্থী হয়েছিলেন দলের নগর কমিটির নেতা বাহাউদ্দিন বাবুল। সোমবার পার্টির চেয়ারম্যানের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে দলের এক জরুরী সভায় ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়। সূত্রে জানা গেছে, মেজর জেনারেল (অব) এহতেশাম জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বড় ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিক বলেও জানা গেছে।
×