ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে বৈদেশিক বাণিজ্যে ধীরগতি

প্রকাশিত: ০৪:৩২, ১৬ জানুয়ারি ২০১৮

চীনে বৈদেশিক বাণিজ্যে ধীরগতি

গত বছরের ডিসেম্বর থেকে ধীরগতি দেখা দিয়েছে চীনের আমদানি-রফতানি বাণিজ্যে। এসময়টায় বছরের ব্যবধানে দেশটিতে রফতানি বেড়েছে প্রায় ১১ শতাংশ। আমদানি বেড়েছে ৯ শতাংশ। শিল্পখাতে দূষণ এবং অর্থনৈতিক ঝুঁকির কারণে ডিসেম্বরে কিছুটা কমেছে দেশটির মোট বাণিজ্যের পরিমাণ। এর নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ২০১৭ সালের পুরোটাই চীনের রফতানি বাণিজ্য গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। -অর্থনৈতিক রিপোর্টার সরকারী ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরী সভা আজ সরকারী ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে জরুরী সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সভাপতিত্বে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগ পরীক্ষার ভাগ্য নিয়ে মঙ্গলবার সিদ্ধান্ত হবে। আমি এখনই কোন মন্তব্য করতে চাচ্ছি না। মিটিং শেষে সব জানা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×