ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলনে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

আগামী ২ বছরে সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ আসবে

প্রকাশিত: ০৪:৩২, ১৬ জানুয়ারি ২০১৮

আগামী ২ বছরে সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ আসবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক মাসে একশত কোটি টাকা খেলাপী ঋণ আদায় করেছে এনআরবিসি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। আগামী ছয় মাসে আরও দেড়শত কোটি টাকা আদায় হবে বলে আশাবাদী ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা জানান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( চলতি দায়িত্ব) কাজী মোঃ তালহা উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত পরিচালনা পর্ষদের সময় বেশ কিছু ঋণ বিতরণে অনিয়ম হয়েছে। কিছু ঋণে ব্যাংকের পরিচালকদের সুপারিশ ছিল। এগুলো চিহ্নিত করা হয়েছে। তমাল বলেন, নতুন এ পর্ষদ একমাস দায়িত্ব গ্রহণ করেছে। এরই মধ্যে আমরা অনিয়মে দেয়া ঋণের একশত কোটি টাকা ফেরত পেয়েছি। বাকিটা আগামী ছয় মাসের মধ্যে পাবো বলে আশাবাদী। তবে যাদের ঋণ দেয়া হয়েছিল তারা ভাল প্রতিষ্ঠান, ঋণ পরিশোধে তাদের কোন গাফিলাতি নেই। তিনি বলেন, আমাদের ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ ২ শতাংশের কম।
×