ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের রাস্তায় হকার বসবে ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৩:১৭, ১৫ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের রাস্তায় হকার বসবে ॥  শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার নেত্রী (শেখ হাসিনা) স্পষ্টভাবে বলেছেন, আগে বিকল্প ব্যবস্থা করো, এরপর মানুষকে উচ্ছেদ করো, তার আগে নয়। শেখ হাসিনা মানুষের মুখের রুটি-রুজি উঠিয়ে নেয়ার জন্য বাংলার প্রধানমন্ত্রী হননাই। মানুষের মাথার উপর থেকে ছাদ উঠিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী হন নাই। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি সিটি কর্পোরেশনের মেয়রকে ইঙ্গিত করে বলেন, অন্যায় করবেন আপনি, আর গালি খাবেন প্রধানমন্ত্রী। তা হবে না নারায়ণগঞ্জে। তিনি বলেন, আমি কাউকে অনুরোধ করতে আসি নাই। আমি সেলিম ওসমান সাহেব না। আমি আমার ভাইয়ের মতো এতো ভদ্র মানুষ না। মেয়রের বরাবরে সাংসদ সেলিম ওসমানের চিঠি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, চিঠি দেয়ার পরে উত্তর দিবেন কর্মচারী দিয়ে। ওই এমপি শামীম ওসমান না। তিনি আরও বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাচ্ছি, নির্দেশ দিলাম, নারায়ণগঞ্জে হকার বসবে। সোমবার বিকেলে নগরীর চাষাঢ়ায় রাস্তায় হকার সমাবেশে শামীম ওসমান এ সব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে চলতে চাই, আমি আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে আগামীকাল সাড়ে ৪টার সময় আমি নারায়ণগঞ্জে থাকব। এরা (হকাররা) আমার ভাই, এরা আমার বন্ধু, এরা আমার পরিবার। কোন পুলিশের সদস্য লাঠিতো দুরের কথা একটি গালিও যাতে না দেয় কাউকে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নিয়ম শৃংখলার মাধ্যমেই বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত হকারদের বসানো হবে। ব্যবসায়ী ও হকার নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জের সুধী মহলকে নিয়ে আপনারা বসেন। একটা বিকল্প ব্যবস্থা করেন। প্রশাসনকে নির্দেশ দিলাম, বিকল্প ব্যবস্থা না করে যদি কোন হকারকে উঠিয়ে দেন তাহলে সেটা শামীম হবে ওসমানের মৃত্যুর পরে। শামীম ওসমান বলেন, অপনারা আমার বক্তব্যকে কেউ রাজনৈতিকভাবে নিবেন না। হকারদের নিয়ে রাজনীতি করার আমার প্রয়োজন নেই। আমি মানুষ হিসেবে তাদের পাশে এসেছি। আগামী ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসের দিন পর্যন্ত সময় দিলাম আপনারা আলোচনা করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করেন। সমাবেশে মহানগর হকার্স লীগের সভাপতি আসদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল, হকার্স নেতা আব্দুর রহিম মুন্সিসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজিৈনতিক দলের নেতারা। উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে পুলিশ নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কসহ প্রধান প্রধান সড়কের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। হকার উচ্ছেদ হওয়ার পর সাধারণ নগরবাসী স্বস্তি প্রকাশ করেন। পুলিশের দাবি, হকার উচ্ছেদ হওয়ার পর থেকে নগরীতে কোন যানজট সৃষ্টি হয়নি। এরপর থেকে হকাররা ফুটপাতে বসে ব্যবসা করার জন্য মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধসহ নানাভাবে আন্দোলন করে আসছে। হকারদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ পাঁচ আসনের (জাপা) সংসদ সদস্য একেএম সেলিম ওসমান হকারদের পূনর্বাসন এবং বিকল্প ব্যবস্থায় বসার ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনের মেয়র বরারব চিঠি দেন। ওই চিঠির জবাবে সিটি কর্পোরেশন হকারদের বসার জন্য চারটি স্থান নির্ধারণ করে দেয়।
×