ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হরতাল ষড়যন্ত্রের দিন শেষ ॥ নাসিম

প্রকাশিত: ০২:৫৬, ১৫ জানুয়ারি ২০১৮

হরতাল ষড়যন্ত্রের দিন শেষ ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীল ও ১৪ দলীয় জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-ষড়যন্ত্র-চক্রান্তের দিন শেষ। মানুষ এখন আর হরতাল চায় না। তারা কাজ চায়। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জনগণের ভোটের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হবে। বিএনপিকে বলবো- পারলে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসুন। সোমবার বিকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৫টায় বেলুন উড়িয়ে বিএনএ জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন জোটের নেতৃবৃন্দ। বিএনএ জোটের চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশিষ্ট শিল্পপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জোটের কো-চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, মুখপাত্র শেখ শহিদুজ্জামান, মহাসচিব মেজর (অব.) ডা. এম হাবিবুর রহমান, খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফসহ জোটের শরিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, দেশ এগিয়ে যাবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে তার সিদ্ধান্ত এই নির্বাচনের মাধ্যমে জনগণকে নিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গীবাদে ভরে যাবে। আবার জ্বালাও পোড়াও হবে। হাওয়া ভবনের সৃষ্টি হবে। দেশকে এগিয়ে নিতে আমাদের দৃঢ় বিশ্বাস জনগণকে অবশ্যই নৌকায় ভোট দেবেন। ন্যায় বিচার নিয়ে খালেদা জিয়ার বক্তবে’র সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে যখন হত্যা করা হয় তখন জিয়াউর রহমানের ন্যায় বিচার কোথায় ছিল? আগামীতে দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের ৯ বছরের শাসনামলে বিদ্যুত, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে ব্যারিষ্টার নাজমুল হুদাকে ১৪ দলের সঙ্গে ঐক্যবন্ধ হয়ে নির্বাচন করতে হবে। বিএনপির সঙ্গে যাওয়া যাবে না। এ সময় আগামী জাতীয় নির্বাচনে ব্যারিস্টার নাজমুল হুদাকে কয়টি আসন ছেড়ে দেওয়া হবে সে ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। অনেক গল্প হচ্ছে, তারা (বিএনপি) নাকি নির্বাচনে আসবে না। নির্বাচনে বাঁধা দিয়ে আগেও তারা সফল হয় নাই; এবারও সফল হতে পারবে না। এসময় তিনি আগামী নির্বাচনে একসঙ্গে কাজ করতে বিএনএ জোটের নেতাকর্মীদের আহ্বান জানান। বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা বলেন, সুস্থ্য রাজনীতির জন্য ৩১টি দল নিয়ে জোট করেছি। আমরা দেশে গণতন্ত্র সুসংহত করতে চাই। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সেবা করতে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শক্তিশালী নেত্রী। উন্নয়নের ক্ষেত্রে দেশে-বিদেশে তাঁর ভাবমূর্তি তুঙ্গে। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। অভিনেতা আহমেদ শরীফ সারাদেশে আওয়ামী লীগের নির্বাচনী টিমের সঙ্গে কাজ করার আগ্রাহ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন বার্তা আমি এই টিমের সঙ্গে সফর করে জনগণকে জানাতে চাই।
×