ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ৪৫০ টাকা দিতে না পারায় মর্জিনা পায়নি নতুন বই

প্রকাশিত: ০২:৪৪, ১৫ জানুয়ারি ২০১৮

কলাপাড়ায় ৪৫০ টাকা দিতে না পারায় মর্জিনা পায়নি নতুন বই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ নতুন বছরের পহেলা জানুয়ারি পাওয়ার কথা ছিল। কিন্তু ১৫দিন পরও নতুন বই পায়নি মর্জিনা বেগম। বেতমোর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। এবছর সপ্তম শ্রেণির ক্লাশ শুরু হলেও মর্জিনাকে নতুন বই দেয়া হয়নি। স্কুলের বিভিন্ন চার্জসহ মোট ৪৫০ টাকা শোধ করতে না পারায় মর্জিনার ভাগ্যে জোটেনি নতুন বই। বর্তমানে শ্রমজীবী পরিবারের এ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে। বাড়িতে অবস্থান করছে মর্জিনা। সহপাঠীরা স্কুলে গেলেও বইয়ের অভাবে মর্জিনার ক্লাশে যাওয়া বন্ধ রয়েছে। মর্জিনা জানায়, শুধু সে একা নয় এভাবে যারা টাকা দিতে না পারছে তাদের অনেককে বই না দিয়া স্কুল থেকে নামাইয়া দিছে। ষষ্ঠ শ্রেণির রোল নম্বর ৪৫ এই মর্জিনা জানে না সপ্তম শ্রেণিতে তার রোল নম্বর কতো। মর্জিনার মা হালিমা বেগম বলেন, কামলা দিয়ে হে (স্বামী মোশাররফ) সংসার চালায়‘ ৪৫০ টাহা দিতে না পারায় বই ছাড়াইতে পারি নাই।’ প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব জানান, তিনি কালকে (মঙ্গলবার) স্কুলে গিয়ে খবর নিবেন। আর ৪৫০ টাকা সেশন চার্জ। উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ শহীদ হোসেন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×