ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘পান থেকে চুন খসলে ইসলামী ব্যাংকের দোষ’

প্রকাশিত: ০২:৪২, ১৫ জানুয়ারি ২০১৮

‘পান থেকে চুন খসলে ইসলামী ব্যাংকের দোষ’

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছর খেলাপি ঋণ বেড়ে যাওয়া, পরিচালনা পর্ষদে রদবদল ও অর্থের তারল্য সঙ্কটসহ নানা অস্থিরতায় ব্যাংকিং খাত ভুগলেও প্রতিটি সূচকে নিজেদের অগ্রগতি হয়েছে বলছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) চেয়ারম্যান আরাস্ত খান। সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্যাংকটির ২০১৭ সালের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী ব্যাংক। এ সময় তিনি বলেন, সততা এবং যোগ্য ব্যবস্থাপনার শরীয়াহভিত্তিক পরিচালনার কারণে এগিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটি। এই ধারা অব্যাহত রাখতে ফাইন্যান্সিয়াল প্রযুক্তি ব্যহারের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। আরাস্তু খান বলেন, আমরা সব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। গত ১ বছরে ইসলামী ব্যাংকের ডিপোজিট ও পরিচালন মুনাফায় বড় সাফল্য এসেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৩০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৬৭ হাজার ৮৮৬ কোটি টাকা। সেই হিসাবে ব্যাংক আমানতের পরিমাণ বেড়েছে ৭ হাজার ২৪৪ কোটি টাকা বা ১০ দশমিক ৬৭ শতাংশ। তিনি বলেন, এসময়ে ব্যাংক বিনিয়োগ ১৩ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ১০০ কোটি টাকা। তবে নিট বিনিয়োগ হয়েছে ৬৫ হাজার ৯৬৪ কোটি টাকা। এখন ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত বা এডি রেশিও ৮৭ দশমিক ৮০ শতাংশ। নন পার্ফমিং লোনের (এনপিএল) হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশে। যা গত বছরে ছিল ৩ দশমিক ৮৩ শতাংশ।
×