ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে সরকারি বই বিক্রির অভিযোগে ৮ বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:২১, ১৫ জানুয়ারি ২০১৮

নড়াইলে সরকারি বই বিক্রির অভিযোগে ৮ বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়ায় বিনা মূল্যের সরকারি বই কালো বাজারে বিক্রির অভিযোগে শালনগর মডান একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনকে প্রধান আসামী করে ৮ জনের নামে মামলা হয়েছে। রবিবার রাতে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। এর আগে শনিবার রাতে মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেনীর সরকারী বিপুল পরিমান বই কালো বাজারে বিক্রির সময় এলাকাবাসী আটক করে পুলিশের কাছে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বইগুলো উদ্ধার করে জব্দ করে। মামলার বিবরন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মর্ডান একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন,বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত ৭ম,৮ম,৯ম ও ১০ম শ্রেনীর ২০১৭ ও ২০১৮ সালের ৪৬২ কেজি বই শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিতরন না করে উপজেলার লাহুড়িয়া বাজারের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইকরামুল বিশ্বাস ও লাল চাঁদের কাছে বিক্রি করেন। এ ছাড়া স্কুলের পুরাতন ভাঙ্গা ৩০/৩৫টি টিন, কিছু লোহার রড ও ভাঙ্গা স্টিলের দরজা গোপনে বিক্রি করে। গতরাতে ক্রেতারা এসব সামগ্রী বিদ্যালয় থেকে রাত নয়টার সময় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মন্ডলবাগ বাজার এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়। বই ক্রেতা লাল চাঁদ জানান, শালনগর মর্ডান একাডেমীর মহিউদ্দীন স্যারের কাছ থেকে ৫০০ কেজি বই, খাতাপত্র ও রড-টিন কিনেছি। সন্ধ্যার সময় নৈশ প্রহরীর কাছে টাকা দিয়ে মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘেরাও করে আটকে রাখে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বইগুলো উদ্ধার করে জব্দ করে স্থানীয় চেয়ারম্যারের জিম্মায় রাখে। শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম বলেন,স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ৪৬২ কেজি বই জব্দ করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে পুরাতন খাতা ও বই বিক্রি করা হয়েছে। সেখানে চলতি বছরের দু-একটা বই থাকতে পারে। তার মধ্যে ২০১৮ সালের বই কিভাবে গিয়েছে তা আমার জানা নেই। ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মামলার বাদি শহীদুল ইসলাম বলেন, সরকারি নতুন বা পুরাতন কোন বই বিক্রি করবার বিধান নাই। তাই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি বই কালো বাজারে বিক্রি বিক্রির অভিযোগ এনে শালনগর মর্ডান একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীনসহ ৮ জনের নামে মামলা করা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন, সহকারী শিক্ষক গোপাল কুন্ডু ওরফে বাবু মাস্টার, দপ্তরি ইউনুস মোল্যা, নাইট গার্ড ফজলুল হক ওরফে খোকন বিশ্বাস, ইকরামুল বিশ্বাস, আলম বিশ্বাস, মহব্বত বিশ্বাস ও ক্রেতা লালচান বিশ্বাস। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমান বই জব্দ করে উদ্ধার করেছে। এ ঘটনায় রবিবার রাতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদি হয়ে একটি মামলা করেছে। মামলা নম্বর ২৩। অসামী গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×