ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় ৫ ইউপি সদস্যের সহায়তায় বাল্যবিয়ে

প্রকাশিত: ২৩:৫২, ১৫ জানুয়ারি ২০১৮

বরগুনায় ৫ ইউপি সদস্যের সহায়তায় বাল্যবিয়ে

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বর্তমান ও সাবেক পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাল্যবিয়ে না ঠেকিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর বিয়ের অনুষ্ঠানে ভুরিভোজ অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়ায় মনি আক্তার নামে এসএসসি পরীক্ষার্থীর বিয়ে অনুষ্ঠানে। মনি আক্তার এবছর জ্ঞানপাড়া-খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন। যেখানে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটির বিয়ে ঠেকানোর দায়িত্ব এই বর্তমান ও সাবেক ইউপি সদস্যদেও ওপড় সেখানে নিজেরাই বিয়ের অনুষ্ঠানে ভুড়ি ভোজে অংশ নিয়েছেন। রোববার দুপুরে চরদুয়ানী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জ্ঞানপাড়ায় রুহুল আমীন মিয়া তার স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের ভোজের আয়োজন করেন। রুহুল আমীন স্থানীয় খলিফারহাট বাজারের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী।মেয়েটির বিয়ের অনুষ্ঠানে সাত নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. কবীর হোসেন মোল্লা, ছয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো.মজিবর রহমান এবং সাবেক ইউপি সদস্য মো. রুস্তুম আলী, আবদুস ছাত্তার মুন্সী ও আবদুল লতিফ অংশ নেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে একই এলাকায় বর রাসেলের বাড়িতে বৌভাতের আয়োজন হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক নাজির বলেন,আমি ঘটনার সময় অফিসিয়াল কাজে বরগুনায় ছিলাম। বিষয়টি আমার জানা নেই। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শফিকুল ইসলাম বলেন,মনি আক্তার ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। সে বেশ ভালো ছাত্রী। গোপনে তার বিয়ে দেওয়া হয়েছে বলে পরে শুনেছি। ইউপি সদস্য মজিবর রহমান বলেন,বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়েছি এ কথা সত্য।তবে পাত্রী যে অপ্রাপ্ত বয়স্কা তা আমাদের জানা ছিল না। কয়েক মাস আগে গোপনে তাকে বিয়ে দেওয়া হয়। রবিবার ছিল আনুষ্ঠানিকতা।পরে আমরা বিয়ের বিষয়টি জেনেছি। আমরা সব সময়ই বাল্যবিয়ের প্রতিবাদ করে আসছি। এলাকাবাসী জানান, ছয়-সাত মাস আগেই মেয়েটিকে বিয়ে দিয়েছেন রুহুল আমীন। রবিবার অনুষ্ঠান করা হয়েছে। অতিরিক্ত দায়িত্বে থাকা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (বামনা ইউএনও) মো.জাকির হোসেন বাচ্চু সোমবার সকালে বলেন, বাল্যবিয়েতে যারা সহযোগীতা করেছেন তারাও স্বাস্তির আওতায় আসবে চরদুয়ানী ইউনিয়নের ব্যপার ব্যাপারটা আমি দেখব।
×