ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ২৩:৪৩, ১৫ জানুয়ারি ২০১৮

শেরপুরে হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলা সদর হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে হাসপাতালের শাপলা কোয়ার্টারে ওই চুরির ঘটনা ঘটে। তবে সোমবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। জানা যায়, জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের জন্য থাকা ৩টি কোয়ার্টারের মধ্যে শাপলা কোয়ার্টারে বৃদ্ধা মা ও এক বোনকে নিয়ে বসবাস করে আসছেন এনেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডাঃ আমেনা রহমান। রবিবার বিকেল সাড়ে ৪টায় কোয়ার্টার থেকে বের হয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান যে রান্নাঘরের জানালা খোলা ও গ্রীল কাটা। এরপর বাসায় অনুসন্ধান করে স্কুলশিক্ষিকা বোন তাহমিনা রহমানের রুমে গিয়ে দেখতে পান যে ওই রুমের ওয়্যারড্রপ ও আলমিরার ড্রয়ার খোলা এবং সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করা। ওইসময় বোনকে নিয়ে তারা নিশ্চিত হন দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়ে পড়লে কোয়ার্টারসহ হাসপাতাল অঙ্গণে হুলস্থুল পড়ে যায়। হাসপাতালের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত এক বছরে হাসপাতাল কোয়ার্টারে থাকা ডাঃ মাহমুদ সিনহা, ডাঃ নুরুন্নবী ও ডাঃ জাহাঙ্গীর আলমের বাসাতেও একই কায়দায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। কিন্তু প্রশাসনিক তৎপরতার অভাবে ওইসব চুরির বিষয়ে কোন পদক্ষেপই নেওয়া হয়নি। অন্যদিকে নিরাপত্তার অভাবে পুনঃপুন চুরি সংঘটিত হওয়ায় ডক্টরস কোয়ার্টারগুলো অনেকটা শূন্য হয়ে পড়ছে। স্ব-পরিবারে ১২ জন চিকিৎসকের বসবাসের উপযোগী ওই ৩টি কোয়ার্টারে বর্তমানে বসবস করছেন ডাঃ আমেনা রহমানসহ মাত্র ৩ জন। এছাড়া স্ব-পরিবারে একজন চিকিৎসকের থাকার জায়গায় মেস করে রয়েছেন আরও ৩ জন। ফলে কোয়ার্টারের আরও ৮টি ইউনিটই শূন্য রয়েছে। চিকিৎসকদের কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ভাড়া বাসায় বসবাস করছেন। এতে সরকারের হাসপাতাল বিভাগ প্রতিমাসে বঞ্চিত হচ্ছে মোটা অংকের ভাড়া আদায় থেকে। এ ব্যাপারে ডাঃ আমেনা রহমান বলেন, কোয়ার্টারে দুর্ধর্ষ চুরির বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে আইনগত ব্যবস্থা নেব। তবে এর আগে আরও ৩ দফায় চুরির ঘটনা ঘটলেও কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে একই কায়দায় হয়তো একই চক্র ওই ঘটনা ঘটানোর দুঃসাহস পাচ্ছে।
×