ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৩, ১৫ জানুয়ারি ২০১৮

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে পৃথক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে পুঠিয়া উপজেলার ঢালান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের ট্রলি উল্টে খোকন (২৫) নামের হেলপারের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে গোদাগাড়ীতে ভটভটি উল্টে চালক কালু শেখ (২৮) নিহত হয়েছেন। পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, পুঠিয়ায় নিহত খোকন রাজশাহীর হরিয়ান পূর্বপাড়া এলাকার আরমানের ছেলে। তিনি জানান, দুপুরে রাজশাহীর হরিয়ান এলাকার একটি ভাটি থেকে ট্রলিতে করে ইট নিয়ে পুঠিয়ায় যাচ্ছিলেন। পথে ঢালান নামক স্থানে পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে ইটের ট্রলি উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা খোকন নামের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে গোদাগাড়ী থানার এসআই আকবর আলী জানান, সোমবার ভোরে কালু ভটভটি বোঝাই মুরগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজারের সামনে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি নিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহত কালুর পরিবারের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ভটিভটি চালক কালুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×