ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলী পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ২২:০৯, ১৫ জানুয়ারি ২০১৮

আমতলী পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা ॥ বরগুনার আমতলী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে দু’দিন ব্যাপী কর্ম বিরতি সোমবার থেকে শুরু হয়েছে। পৌর ভবনের সামনে কর্মবিরতিতে আমতলী পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, আতিকুর রহমান, হুমায়ূন কবির ও সাবিনা ইয়াসমিন প্রমুখ। কর্মবিরতিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা পাচ্ছে না। অনতিবিলম্বে সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবী জানান বক্তারা।
×