ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় স্বরসতি প্রতিমা নির্মানে শিল্পীরা ব্যস্ত সময় পার করছে

প্রকাশিত: ২২:০৯, ১৫ জানুয়ারি ২০১৮

মাগুরায়  স্বরসতি প্রতিমা নির্মানে শিল্পীরা ব্যস্ত সময় পার করছে

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরায় হিন্দু সম্প্রদায়ের বিদ্যাদেবী স্বরসতি পূজা উপলক্ষে শিল্পীরা প্রতিমা নির্মানে ব্যস্ত সময় পার করছেন । বর্তমানে প্রচন্ড শীত উপেক্ষা করে নির্মান কাজ চলছে । এক মুহুর্ত বসার সময় নেই তাদের। জানাগেছে , আগামী ২২জানুয়ারী সোমবার ২০১৮ হিন্দু সম্প্রদায়ের বিদ্যাদেবী স্বরসতি পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় শিল্পীরা প্রতিমা তৈরী করছেন । বর্তমানে মটির এর কাজ শেষ হয়েছে । রং এর কাজ শুরু হবে । বাটিকাডাঙ্গা, বৈদ্যবাড়ি , বরই প্রভৃতি এলাকায় শতশত প্রতিমা তৈরী করা হচ্ছে । প্রতিটি প্রতিমার দাম এক হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে । দৃষ্টি নন্দন প্রতিমা সকলের দৃষ্টি কাঁড়ছে । প্রতি বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাড়ীতে পূজার আয়োজন করা হয় । এবছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে পূজা অনুষ্ঠিত হবে । সে জন্য প্রতিমার চাহিদা রয়েছে ব্যাপক বলে প্রতিমা নির্মান শিল্পীরা জানান। প্রতিমা নির্মান করে তাদের আয়ও ভালো হয় । বর্তমানে প্রচন্ড শীত উপেক্ষা করে নির্মান কাজ চলছে । জেলার শতাধিক পাল সম্প্রদায়ের লোক প্রতিমা তৈরী করে জীবিকা নির্বাহ করছে ।
×