ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের পর মাশরাফির আঘাত

প্রকাশিত: ১৯:৪৪, ১৫ জানুয়ারি ২০১৮

সাকিবের পর মাশরাফির আঘাত

অনলাইন ডেস্ক ॥ শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকেরা থিতু হয়ে বসার আগেই জোড়া আঘাত হানলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারেই যথাক্রমে সলোমন মিরে ও ক্রেইগ আরভিনকে তুলে নেন বাংলাদেশের এ স্পিনার। এরপর অষ্টম ওভারের শেষ বলে হ্যামিল্টন মাসাকাদজাকেও তুলে নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ৩০ রান। ব্যাট করছিলেন ব্রেন্ডন টেলর (৬*) ও সিকান্দার রাজা (০*)। জিম্বাবুয়ের ইনিংসে প্রথম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওভারের দ্বিতীয় বলেই সলোমন মিরেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। ওয়াইড ডেলিভারিটি খেলতে গিয়ে মিরের পেছনের পা উঠে গিয়েছিল। এ সুযোগে তাঁকে স্টাম্পিং করেন মুশফিকুর রহিম। এক বল পরই আরভিনকে মিড উইকেটে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেন সাকিব। অষ্টম ওভারের শেষ বলে মাশরাফির করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিককের গ্লাভসবন্দী হন মাসাকাদজা।
×