ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লেবাননে গাড়ি বোমা বিস্ফোরণ, ইসরায়েলকে দুষছে হামাস

প্রকাশিত: ১৮:১৫, ১৫ জানুয়ারি ২০১৮

লেবাননে গাড়ি বোমা বিস্ফোরণ, ইসরায়েলকে দুষছে হামাস

অনলাইন ডেস্ক ॥ লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সিডনে সম্প্রতি গাড়ি বোমা হামলায় হামাসের একজন নেতা আহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ওই গাড়ি বোমা হামলার পেছনে ইসরায়েলের 'হাত' রয়েছে। ওই হামলায় হামাসের নেতা মুহাম্মদ হামদানের পায়ে গুরুতর জখম হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামাসের দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার প্রাথমিক পর্যবেক্ষণেই বোঝা যাচ্ছে জঘন্য এ অপরাধের পেছনে ইসরায়েলের 'হাত' রয়েছে। তবে কিছুটা দূরত্বে বিএমডব্লিউ গাড়িতে থাকার কারণে প্রাণে বেঁচে গেছেন হামদান। লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে সেখানকার একটি স্থানীয় হাসপাতালে হামদানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামাসের প্রকাশ করা ছবিতেও সে রকমই দেখা যাচ্ছে। সূত্র : আলজাজিরা
×