ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা তুরস্কের

প্রকাশিত: ১৮:১৫, ১৫ জানুয়ারি ২০১৮

এবার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা তুরস্কের

অনলাইন ডেস্ক ॥ ইসলামিক স্টেটের (আইএস) বিতারণে যুদ্ধ করে ব্যাপক সুনাম কুড়ানো সিরিয়ার কুর্দি সশস্ত্র বাহিনীর জোট ওয়াইপিজির বিরুদ্ধে এবার সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি সিরিয়া সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তুরস্কের সামরিক বাহিনী রবিবারই ভারি আর্টিলারির সহায়তায় ওয়াইপিজির বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। উত্তর সিরিয়ার আফরিন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াইপিজি। তাদের বিরুদ্ধে শীঘ্রই আক্রমণ শুরু করবে বলে জানিয়েছে তুরস্ক। মার্কিন যুক্তরাষ্ট্র কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সহায়তা করে থাকে। তাদের অস্ত্র ও প্রযুক্তি প্রধানত মার্কিন সামরিক বাহিনীর দেওয়া। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যেন কুর্দি মিলিশিয়াদের আর কোনো সহায়তা না দেয় সেজন্য সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার এরদোয়ান যুক্তরাষ্ট্র বা ন্যাটোর নাম উচ্চারণ না করে বলেন, ‘আফরিনের যুদ্ধক্ষেত্রে মিত্রদের কেউ যেন ভুল করে ওয়াইপিজিকে সহায়তা না করে।’ এ বিষয়ে ওয়াইপিজির এক মুখপাত্র বলেন, নিজেদের ভূমি রক্ষার জন্য ওয়াইপিজি সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে। সূত্র : আল জাজিরা
×