ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালদীঘির শোকসভা পরিণত হয় বিশাল জনসভায়

মহিউদ্দিনের শূন্যতা অপূরণীয়॥ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:১৮, ১৫ জানুয়ারি ২০১৮

মহিউদ্দিনের শূন্যতা অপূরণীয়॥ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের লালদীঘি মাঠে জনপ্রিয় নেতা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা পরিণত হয় বিশাল এক জনসভায়। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শোকসভায় নগরীর বিভিন্নস্থান থেকে মিছিলসহকারে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন ইস্যুতে সমাবেশ ডেকে যে লালদীঘি মাঠ কাঁপাতেন সেই মাঠে তারই শোকসভায় যোগদানকারীরা ছিলেন আবেগাপ্লুত। সভা থেকে প্রয়াত নেতার আদর্শে উজ্জীবিত থাকার শপথ উচ্চারিত হয় স্লোগানে স্লোগানে। তবে ছাত্রলীগের পাল্টাপাল্টি স্লোগান এবং ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এ সময় অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলন, সংগ্রামে চট্টগ্রামের জনপ্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ভূমিকার স্মৃতিচারণ করে বলেন, মহিউদ্দিন চৌধুরীর শূন্যতা অপূরণীয়। চট্টগ্রামে দরকার মহিউদ্দিনের সরকার। আর তার সরকারকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরের ভেতরে কেউ ঘর বানাবেন না। নগর আওয়ামী লীগের বিরোধ দ্রুত মিটিয়ে ফেলার আহ্বান জানানোর পাশাপাশি তিনি ছাত্রলীগকেও সতর্ক করে দেন। মন্ত্রী বলেন, নেত্রী আমাকে বলেছেন, চট্টগ্রামের ছাত্রলীগ নিয়ে পত্রিকায় যেন খারাপ খবর না আসে। তিনি আরও বলেন, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় এসেছি জানালে নেত্রী আমাকে বলেছেন, চট্টগ্রামে গিয়ে শুধু একটা কথা বলবেÑ আমি সেখানকার নেতাকর্মীদের মধ্যে ঐক্য চাই। মহিউদ্দিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাইলে চট্টগ্রামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা আবারও চট্টগ্রামকে সংগ্রাম, আন্দোলন, মুক্তিযুদ্ধ আর গণতন্ত্রের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করুন। মহিউদ্দিন চৌধুরীর আত্মা এ আহ্বানই জানাচ্ছে। শোকসভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, মহিউদ্দিনপুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য ডাঃ আফসারুল আমীন, এবিএম ফজলে করিম চৌধুরী, দিদারুল আলম, ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী, সাবিহা মুসা খান, ওয়াসেকা আয়েশা খান এবং নগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তারা বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের কণ্ঠস্বর। চট্টগ্রামের স্বার্থের ব্যাপারে আপোসহীন এই নেতা প্রয়োজনে নিজ দলের সিদ্ধান্তের বাইরেও মতামত ব্যক্ত করতে কুণ্ঠিত হননি। বীরাঙ্গনা রমা চৌধুরীকে দেখতে গেলেন ওবায়দুল কাদের ॥ চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন একাত্তরের বীরাঙ্গনা, লেখিকা রমা চৌধুরীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে মন্ত্রী জিইসি মোড় এলাকায় মেডিক্যাল সেন্টারে আসেন। এ সময় তিনি রমা চৌধুরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া সরকারী উদ্যোগে তার চিকিৎসার আশ্বাসও প্রদান করেন। ‘একাত্তরের জননী’ খ্যাত লেখিকা রমা চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বেশ কিছুদিন ধরে।
×