ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী নির্মাতা সম্মেলনে অপর্ণা সেন

প্রকাশিত: ০৪:২৭, ১৫ জানুয়ারি ২০১৮

নারী নির্মাতা সম্মেলনে অপর্ণা সেন

গৌতম পান্ডে॥ ‘ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮’ শুক্রবার শুরু হয়েছে । দর্শককে চলচ্চিত্রমুখী করতে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবে আজ সোমবার দেখানো হবে ভারতের অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের চলচ্চিত্র ‘সোনাটা। অপর্ণা সেনের আলোচনার মধ্য দিয়ে রবিবার হয়ে গেল নারী নির্মাতা সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী ও নারী চলচ্চিত্র সমালোচকদের নিয়ে ‘চতুর্থ আন্তর্জাতিক উইম্যান কনফারেন্স’ হয় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে। সকাল থেকে তিনটি সেশনে চলে এই আয়োজন। বিকেলের সেশনে আলোচনায় অংশ নেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার অপর্ণা সেন। এর আগে সকালের সেশনে বক্তব্য রাখেন ভারতের অভিনেত্রী এবং পরিচালক বিজয়া জেনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন এবং ব্রাজিল থেকে আগত চলচ্চিত্র নির্মাতা ল্যুড মনাকো। এই সময়ে বক্তারা ভারতীয় চলচ্চিত্রে মাতৃত্বের উপস্থাপনা এবং নারীদের চলচ্চিত্র মাধ্যমে কাজের মাত্রা কেমন সেই বিষয়ে গুরুত্বারোপ করেন। দ্বিতীয় সেশনে উপস্থিত ছিলেন ইরান থেকে আগত বহুমাত্রিক অভিনেত্রী ফাতেমা মোহাম্মদ। তিনি বলেন চলচ্চিত্রে নারীকে শুধু নারী এই একটি পরিচয়ে উপস্থাপন করা হবে এমন তত্ত্বে তিনি বিশ্বাসী নন বরং নারীকে একজন মানুষ হিসেবে উপস্থাপন করায় তিনি বিশ্বাস করেন। এ সময় কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী বিপাশা হায়াত। মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় তৃতীয় সেশন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন এবং তুরস্কের চলচ্চিত্র সমালোচক এলিন তাস্কিয়ান। এ সময়ে বক্তারা চলচ্চিত্রের মাধ্যমে উন্নত দেশের নারীরা দক্ষিণ এশীয় নারীদের কেমন দৃষ্টিতে দেখেন তা নিয়ে আলোচনা করেন। তৃতীয় সেশনের প্রশ্নোত্তর পর্বে অপর্ণা সেন তার নির্মিত চলচ্চিত্রের উদাহরণ দিয়ে চলচ্চিত্রে দক্ষিণ এশীয় নারীদের উপস্থাপনা ব্যাখ্যা করেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল সাড়ে ৫টায় দেখনো হবে অপর্ণা সেন পরিচালিত চলচ্চিত্র ‘সোনাটা’। মারাঠি সাহিত্যিক এলকুঞ্চওয়ারের ‘সোনাটা’ নাটক অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এ ছবি প্রদর্শনের আগে পাবলিক লাইব্রেরির সেমিনার রুমে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর সেখানে সন্ধ্যা ৭-৩০ মিনিটে বাংলাদেশী ‘কালের পুতুল’ চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, বীথি রানী সরকারসহ আরও অনেকে। তুরস্কের নির্মাতা কাজিম ওজের আলোচিত চলচ্চিত্র ‘জার’ উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিন শনিবার ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে উজবেকিস্তানের পরিচালক জাভাখিরের চলচ্চিত্র ‘তাসকেণ্ট মাই লাভ’, স্পেনের ইনাকি আইফোরজা ও পাবলোর পরিচালিত চলচ্চিত্র ‘ওসকারা’, জার্মানির রিনা এবং তামিরের ‘মুহি: জেনারেলি টেম্পরারি’, ভারতের বি সুরেশার ‘স্যান্ড পেপার’ ও বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালিত ‘টোপ’ নামের চলচ্চিত্রগুলো দর্শক বেশ উপভোগ করেন। এছাড়া সুফিয়া কামাল মিলনায়তন, গণগ্রন্থাগার মিলনায়তন ও রাশিয়ান কালচারাল সেন্টারে বিভিন্ন দেশের ছবিগুলো দেখেন দর্শকরা। দেশী-বিদেশী চলচ্চিত্র দেখার এ উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। বাছাই কমিটি ৬৪টি দেশের ২১৬টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য চূড়ান্ত করেছে।
×