ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টস হারতে চান মাশরাফি

প্রকাশিত: ০৪:০১, ১৪ জানুয়ারি ২০১৮

টস হারতে চান মাশরাফি

অনলাইন রিপোর্টার ॥ আগামীকাল জিম্বাবুয়ের সঙ্গে তিন জাতি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচের আগে টস হারতে চান মাশরাফি বিন মর্তুজা! শুনে অবাক হচ্ছেন, তাইনা? অবাক হবার কিছু নেই। আজ দুপুরে প্রেস কনফারেন্সে হিমশীতল আবহাওয়া আর ঘন কুয়াশার কারণে টস জিতে কি করবেন, এমন প্রশ্নে দ্বিধা-দ্বন্দ্বের কথা জানালেন টাইগার অধিনায়ক। টস জিতলে কোনটা নেবেন, ব্যাটিং না বোলিং? মাশরাফির দ্বিধাযুক্ত জবাব, 'আসলে আমরাও সংশয়ে আছি। ব্যাটিং করলে ভালো হবে নাকি বোলিং করলে। এটা কুয়াশার নির্ভর করে।' মাশরাফি বোঝাতে চাইছেন, ভারি কুয়াশা পড়লে শিশির তুলনামূলক কম পড়ে। তাতে বোলিংটা ভালো হয়। তিনি বলেন, 'আসলে টস জিতে কি সিদ্ধান্ত নেব, তা নির্ভর করছে নির্দিষ্ট দিনে কেমন আবহাওয়া থাকবে তার ওপর।' তবে সাহসী মাশরাফি আবহাওয়ার কারণে উইকেটের গতি-প্রকৃতি নিয়ে খানিক সংশয়ে থাকলেও চিন্তিত নন। তার স্থির বিশ্বাস, উইকেট যেমনই হোক, আগে কিংবা পরে যখনই ব্যাটিং বা বোলিং করতে হোক, ভেবে লাভ নেই। এ সম্পর্কে তার কথা, 'এসব নিয়ে বেশি ভেবে লাভ নেই। টস জয় কিংবা হারলে কিছু একটাতো আগে করতেই হবে।' সবচেয়ে বড় কথা, দলের সামর্থ্যের ওপর আস্থা ও বিশ্বাস আছে মাশরাফির। তাই তো এমন আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘আমার মনে হয় না, আবহাওয়া ব্যাটিং-বোলিংয়ে সেরকম কোনো পার্থক্য তৈরি করবে। আর যদি করেও চিন্তা নেই। সেটা সামলানোর সামর্থ্য আমাদের খেলোয়াড়দের আছে। তাই আমি মনে করি টস নিয়ে না ভেবে আমাদের সামর্থ্যের ওপর আস্থা রাখাই যুক্তিযুক্ত।
×