ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে ॥ খসরু

প্রকাশিত: ০২:১০, ১৪ জানুয়ারি ২০১৮

প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিার দুপুরে তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে সাপ্তাহিক জয়যাত্রার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর মুক্তির দাবিতে ‘বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খসরু বলেন, সরকার সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে। অথচ তারাই সংবিধানের প্রদত্ত গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। এ সরকারের অপশাসনের ফলে রাষ্ট্রের প্রধান তিন স্তম্ব সংসদ, বিচারবিভাগ ও নির্বাহী বিভাগ আজ ধ্বংস প্রায়। ফলে দেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। খসরু বলেন, সরকারের মনে রাখা উচিত শুধু উন্নয়ন দিয়ে ক্ষমতায় থাকা যায় না। শুধু উন্নয়নই যদি ক্ষমতায় থাকার মূল বিষয় হতো তাহলে আইয়ূব খানের পতন হতো না। তিনি বলেন, উন্নয়নের মেলার পর সরকারের পতনের সময়ও চলে এসেছে। দ্রুততম সময়েই এ সরকারের পতনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরে আসবে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু, সাংবাদিক আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
×