ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রকাশিত: ০১:১৩, ১৪ জানুয়ারি ২০১৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে পিকআপ-ভ্যানের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চম্পা মন্ডল নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত চম্পা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে খুলনা জেলার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মন্ডলের মেয়ে। এদিকে ছাত্রী নিহত হওয়ার খবর ক্যাম্পাসে পৌছিলে রাতেই ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় বেরিকেড দিয়ে অবরোধ কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বেশকয়েক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম যানজটের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুল আলম জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার ঘোনাপাড়া মোড়ে দৈনন্দিন বাজার ও কেনাকাটা করে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপ-ভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা বলেন, ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
×