ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা অল-আউট ৩৩৫ রানে

প্রকাশিত: ০০:১৮, ১৪ জানুয়ারি ২০১৮

দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা অল-আউট ৩৩৫ রানে

অনলাইন ডেস্ক ॥ প্রথম দিন ২৬৯/৬ এ থেমেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন খুব বেশি সুবিধে করতে পারলেন না দু প্লেসি, মহারাজরা। ৩৩৫ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। প্রথম দিন এলগার শুরুটা খুব ভাল করতে না পারলেও মারক্রাম ও আমলা দলের ব্যাটিংয়ের হাল ধরেন। মারক্রাম ফেরেন ব্যাক্তিগত ৯৪ রানে। আমলা আউট হন ৮২তে। এর পর এবি ডি ভিলিয়ার্স মাত্র ২০ রান করে ফিরে যান। ফাফ দু প্লেসি নিজে টিকে গেলেও উল্টোদিক থেকে উইকেট পড়তে থাকে। দ্বিতীয় দিনের অবশ্য বিরাট কিছু করতে পারেননি দু প্লেসি। ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি।ডি ভিলিয়ার্সকেও ফিরিয়ে ছিলেন তিনি। তাঁর বলেই রাবাডার দুরন্ত ক্যাচটি নেন হার্দিক। সব মিলে প্রথম টেস্টে অসুস্থতার জন্য বাইরে থাকার পর দলে ফেরার সঙ্গে ন্যায় করলেন ইশান্ত। না হলে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম টেস্টে সফল ভুবনেশ্বর কুমারকে কেন বসিয়ে ইশান্তকে দলে নেওয়া হল? উইকেট না পেলে সেই প্রশ্ন আরও জোড়াল হত। ইশান্ত ছাড়াও এ দিন উইকেট পেলেন মহম্মদ শামি ও অশ্বিন। প্রথম ইনিংস শেষে অশ্বিনের পকেটে এল ৪ উইকেট, ইশান্তের ৩। একটি উইকেট নেন শামি। প্রথম সেশনের শেষ দক্ষিণ আফ্রিকাকে অল-আউট করে ব্যাট হাতে নেমে পড়েছেন মুরলী বিজয় ও লোকেশ রাহুল। এক ওভারই খেলা হয়েছে। দলের ও ব্যাক্তিগত ৪ রান বিজয়ের। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×