ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের উৎসাহিত করতে নীলফামারীতে স্কুল ব্যাংকিং মেলা

প্রকাশিত: ২১:৩৩, ১৪ জানুয়ারি ২০১৮

শিক্ষার্থীদের উৎসাহিত করতে নীলফামারীতে স্কুল ব্যাংকিং মেলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংকে উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলা/২০১৮। আজ রবিবার সকাল ১১টায় নীলফামারী লীড ব্যাংক স্কুল ব্যাংকিং কর্মসূচীর তত্ত্বাবধায়নে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের নেতৃত্বে জেলার ১২ টি ব্যাংক এই মেলার আয়োজন করে। আয়োজকরা জানান নীলফামারী জেলায় এ পর্যন্ত ১১ হাজার শিক্ষার্থীর একাউন্টে দুইকোটি টাকা সঞ্চয় জমা রয়েছে। ২০১৮ সালে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট বৃদ্ধি করার প্রয়াসে এই মেলার আয়োজন করা হয়। আগামীতেও এই মেলার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার ম্যানেজার জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমিনুল হক, জনতা ব্যাংক লিমিটেড রংপুর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক নুর মুহাম্মদ, সোলালী ব্যাংক লিমিটেড জেলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের রংপুর বিভাগীয় উপ-পরিচালক নকুল চন্দ্র মোহন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মিশুক আল শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠানের মূল পর্বে আর্থিক শিক্ষা বিষয়ক প্রেজেন্টশন ও ভিডিও স্বপ্ন প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলায় স্কুল শিক্ষার্থীদের ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এর আগে মেলা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
×