ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে গাংনীর পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ২১:২৯, ১৪ জানুয়ারি ২০১৮

মেহেরপুরে গাংনীর পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

সংবাদদাতা, মেহেরপুর ॥ অস্ত্র আইনে মেহেরপুরে গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার সকাল ১১ টার দিকে সাব জজ-২ আদালতের বিচারক তাজুল ইসলাম ঐ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে, ২০১২ সালের ২৭ মে অস্ত্র উচিয়ে বর্তমান মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে গুলি করতে যায় বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। এ সময় তার বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ও পুলিশ। এরপর তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি সহ আশরাফুল ইসলামকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা করেন গাংনী র্যাব-৬ এর তৎকালীন এস.আই সিরাজুল মোস্তফা। ১৬ জুন আদালতে চার্জশীট দাখিল করেন তৎকালীন গাংনী থানার এস.আই নারায়ন চন্দ্র ঘোষ। ঐ মামলায় আজ সকাল ১১ টার দিকে আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেয় সাব জজ-২ এর বিচারক তাজুল ইসলাম। রাষ্ট্র পক্ষের আইনজীবি অতিরিক্ত সরকারি কুশলী অ্যাড. রুস্তম আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর বাদি পক্ষের আইনজীবি খন্দকার আব্দুল মতিন জানান তারা ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে।
×