ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৯:১৬, ১৪ জানুয়ারি ২০১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক ॥ টানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বোলা ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার ভোর পৌনে ৫টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৬টি ফেরি। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া কুয়াশার কারণে বন্ধ হয়ে যাওয়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ১৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা সোয়া ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার রাত ৯টা থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। ফেরি চলাচল বন্ধ থাকায় তিন শতাধিক ট্রাক ও বাস আটকে আছে শরীয়তপুরের ইব্রাহিমপুর ঘাট এলাকায়।
×