ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে পপি

প্রকাশিত: ০৬:২১, ১৪ জানুয়ারি ২০১৮

‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে পপি

স্টাফ রিপোর্টার ॥ মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘যুদ্ধ শিশু’। এতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় মুখ পপি। চলচ্চিত্রে পপির বিপরীতে অভিনয় করবেন নাদিম। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে চলচ্চিত্রের মহরত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলচ্চিত্রটি পরিচালনা করবেন শহীদুল হক খান। জানা গেছে ফেব্রুয়ারি মাসে সুইডেনে এ চলচ্চিত্রের শূটিং শুরু হবে। পপি বলেন, আমি উপন্যাসটি পড়েছি। এর চিত্রনাট্যও হয়েছে হৃদয়ছোঁয়া। আশা করি, চলচ্চিত্রের কাজটি ভালভাবে শেষ করতে পারব। হ্যাপিনেস মাল্টিমিডিয়ার পরিবেশনায় চলচ্চিত্রে আরও থাকছেন সোহেল রানা ও চম্পা। তবে একটি বিশেষ চরিত্রে শমী কায়সার অভিনয় করবেন বলে জানিয়েছেন পরিচালক। এদিকে পপির বিপরীতে অভিনয় করতে যাওয়া নাদিম আগে শ্রাবণ খান নামে ঢালিউডে কাজ শুরু করেন। গত বছর যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে কাজ করেন। চলচ্চিত্রের নাম ‘গাদ্দার’। চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার নায়িকা ঋত্বিকা সেন। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও কলকাতার নেহাল দত্ত। নাদিম জানান, শ্রাবণ খান নয় তাকে এখন থেকে নাদিম নামেই বড় পর্দায় দেখা যাবে। এই অভিনেতা আরও বলেন, এর আগে আমার অভিনীত ও কালাম কায়সার পরিচালিত ‘তোমার সুখই আমার সুখ’, ‘তোমার আছি তোমারই থাকব’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নতুন এ চলচ্চিত্রের কাহিনী বেশ সুন্দর। আর এতে আমি বেশকিছু গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আশাকরি, দর্শকও চলচ্চিত্রটি পছন্দ করবেন।
×