ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘রাজার চিঠি’ নিয়ে ভারতে জাগরণী থিয়েটার

প্রকাশিত: ০৬:২১, ১৪ জানুয়ারি ২০১৮

‘রাজার চিঠি’ নিয়ে ভারতে জাগরণী থিয়েটার

স্টাফ রিপোর্টার ॥ ভারতের কলকাতার বালিগঞ্জের দিলীপ স্মৃতি ক্লাব প্রাঙ্গণে তিলজলা ঋতু আয়োজিত যুব নাট্যোৎসবে আজ সন্ধ্যায় বাংলাদেশের জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। ওইদিন নাটকের ১৮তম মঞ্চায়ন হবে। নাটক মঞ্চায়নের জন্য ‘রাজার চিঠি’ প্রযোজনার কুশলীবরা ইতোমধ্যে ভারত পৌছেছে। ভারত সফরে অংশ নেয়া নাট্যদলের প্রতিনিধিরা হলেন মাহফুজা হিলালী, দেবাশীষ ঘোষ, স্মরণ সাহা, বাহারুল ইসলাম, সোয়েব হাসনাত মিতুল, শাহানাজ আক্তার সিমু, ইয়াসিন শামীম, রফিকুল ইসলাম রনি, সজিব ঘোষ, রিপা হালদার, শাখওয়াত সজিব, পল্লভ সরকার ও বিপাশা সাহা। ‘রাজার চিঠি’ নাটকের কাহিনীতে তুলে ধরা হয়েছে ১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনী নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা। এক সময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাক ও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। এ সময় অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্ত যে ঠিকানায় রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছেন, সে ঠিকানা হরিদাস বসাক বদল করতে চান না। নাটকে ১৯৪৭ সালের দেশ বিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়। এরপর আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ভয়াবহতায় হরিদাস বসাকের স্বপ্নভঙ্গ হয়। পুড়িয়ে ফেলা বাড়ি ঘর দুয়ারের সামনে দাঁড়িয়ে হরিদাস বসাক সে দিন তাঁর আত্মজনের খোঁজ নেন না, শুধু শিশুর মতো হাহাকার করেন চিঠিটির জন্য। এ অবস্থায় পাকিস্তানী আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। তার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে আর্মিরা তাকে বেয়োনেট দিয়ে মারতে থাকে। নাটকের কাহিনী এখানেই শেষ হলেও এর বিস্তৃতি বহুদূর পর্যন্ত প্রসারিত।
×