ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জাতির সশস্ত্র সংগ্রামের সূচনা হয়েছিল মণি সিংহের নেতৃত্বে’

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ জানুয়ারি ২০১৮

‘জাতির সশস্ত্র সংগ্রামের সূচনা হয়েছিল মণি সিংহের নেতৃত্বে’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি এবং ডাকসু’র সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বাঙালী জাতির সশস্ত্র সংগ্রামের সূচনা হয়েছিল মণি সিংহের নেতৃত্বে। তিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছিলেন; দেখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়।’ শনিবার বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মণি সিংহের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র’র (টিএসসি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি এ প্রোগ্রামের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম এম আকাশের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি রেখা চৌধুরী, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ। এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলুসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×