ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় অগ্নিকান্ডে ২২ বসত ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০২:৩৫, ১৩ জানুয়ারি ২০১৮

পটিয়ায় অগ্নিকান্ডে ২২ বসত ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকান্ডে ২২ বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার সন্তোষ মহাজন, প্রকাশ মহাজন, সুজন মহাজন, দীপু মহাজন, সনাতন মহাজন, মিলন মহাজন, বিধান মহাজন, পান্না মহাজন, বিশ্বনাথ মহাজন, নিতাই মহাজন, নেভী মহাজন, কিরন মহাজন, কিরিটি মহাজন, বাচ্চু মহাজন, রতন মহাজন, আদর্শ মহাজন, খোকন মহাজন, কান্তি মহাজন, তপন মহাজন, অর্জুন মহাজন, মিলন মহাজনসহ ২২ ঘর পুড়ে ছাই হয়। এতে নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ির ২২ বসত ঘর পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এ ব্যাপারে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ২২ পরিবারের অন্তত কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনার পর পরেই পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী নিজেই উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, কম্বল বিতরণ করেছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল কান্তি চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর এমপি সামশুল হক চৌধুরী ও ইউপি চেয়ারম্যান এহসানুল হক অর্থ ও কম্বল প্রদান করেছেন।
×