ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে খেটে খাওয়া দিন মজুররা রয়েছেন চরম বিপাকে

প্রকাশিত: ০২:১১, ১৩ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে খেটে খাওয়া দিন মজুররা রয়েছেন চরম বিপাকে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও ঠাকুরগাঁওয়ে কমছেনা শীতের তীব্রতা। প্রতিরাতে বৃষ্টির ন্যায় কুয়াশা ঝড়ছে। তিন ফুট দূরত্বেও কিছু পরিস্কার দেখা যাচ্ছেনা। দিনের বেলা আকাশ মেঘলা থাকায় পরন্ত বিকেলের আগে সূর্যের মুখ দেখা যায় না। এরফলে প্রায় দুপুর অবধি রাস্তায় অনেক যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। এসময় মৃদু বাতাস থাকায় জনজীবন বিপর্যস্ত এবং নাজুক হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি গৃহপালিত গোবাদী পশু গুলো। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। দিনমজুরদের কেউ কেউ কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও কাজ না পেয়ে ঘুরে যাচ্ছেন। তারা সংসার নিয়ে পড়ছেন বিপাকে। শীতার্থ অসহায় লোকজন শীতবস্ত্রের আশায় এ দপ্তর সে দপ্তরে ঘুড়ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ছয় দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষজন দিনের অধিক সময়কাল ঘরের ভিতরেই সময় কাটাচ্ছেন।
×