ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দায়সারাভাবে শেষ হলো ভাঙ্গুড়ার উন্নয়ন মেলা

প্রকাশিত: ০২:০৭, ১৩ জানুয়ারি ২০১৮

দায়সারাভাবে শেষ হলো ভাঙ্গুড়ার উন্নয়ন মেলা

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ দায়সারা আয়োজনের কারণে সীমিত দর্শক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো ভাঙ্গুড়ায় আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে নিজ কার্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়। শনিবার বিকালে শেষ হয় উন্নয়ন মেলাটি। গত তিন দিন মেলা পরিদর্শনে দেখা যায়, মেলায় উপজেলা পর্যায়ের সরকারী বেসরকারী ২২টি বিভাগের স্টল বসানো হয়। অধিকাংশ সময়ই স্টলগুলোর বেশীর ভাগই খালী পরে থাকতে দেখা গেছে। টেবিলের পেছনে শুধুমাত্র একটি ব্যানার সাটানো ছাড়া স্টলগুলোতে চোখে পড়ার মতো কিছু ছিলনা। গত বৃহস্পতিবার সকালে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল মেলা উদ্বোধন করেন। এরপর থেকে মাঝে মধ্যে মেলার শেষ দিন শনিবার বিকাল পর্যন্ত মেলায় অংশগ্রহনকারী কয়েকটি বিভাগের অফিস সহকারিদের বসে থাকতে দেখা গেছে। মেলায় সাধারন মানুষের অংশ গ্রহন তো দুরের কথা স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকার দলীয় নেতাকর্মীরাও ছিল অনুপস্থিত। ফলে দর্শক শুন্য থাকায় মেলাটি নিস্প্রাণ মেলায় পরিনত হয়। শনিবার বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন ও জেলা পরিষদ সদস্য আসলাম আলীসহ ৭-৮ জন সরকারি কর্মকর্তা। সীমিত দর্শক উপস্থিতির বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা জানান, শীতের কারণে মেলা জমে ওঠেনি।
×