ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১:২৪, ১৩ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ চায় না, সন্ত্রাস চায় না। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের জঙ্গীবাদ নিয়ন্ত্রন করা হয়েছে। ধর্মের নামে যারা সন্ত্রাস বাদ করে দেশেকে জঙ্গীরাষ্ট্রের পরিনত করতে চায় তারা কখনোই সফল হবে না। শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর-শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মহসিন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, মনোহরদী-বেলাব আসনের সাংসদ এডভোকেট নুরুলমজিদ মাহমুদ হুমায়ূন। এসময় শিবপুরের সাবেক সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, পুলিশ সুপার আমেনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
×