ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমতলীতে জাতীয় পতাকা অবমাননা

প্রকাশিত: ০১:১৮, ১৩ জানুয়ারি ২০১৮

আমতলীতে জাতীয় পতাকা অবমাননা

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া কে এইচ একতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছুটি হলেও জাতীয় পতাকা নামানো হয়নি। এতে এলাকাবাসী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া কে এইচ একতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শনিবার দুপুর ২ টায় ছুটি হয়। ছুটির পরে বিদ্যালয় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা চলে গেলেও জাতীয় পতাকা নামানো হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন গত ৭-৮ দিন ধরে বিদ্যালয় ছুটি হলেও জাতীয় পতাকা উড়তে দেখাগেছে। শনিবার বিকেল তিনটা ২০ মিনিটের সময় সরেজমিনে গিয়ে দেখাগেছে জাতীয় পতাকা স্ট্যান্ডে প্যাঁচানো অবস্থায় টানানো। স্থানীয় আবদুস সোবাহান তালুকদার জানান, বিদ্যালয় ছুটির পরে জাতীয় পতাকা না নামানো বেআইনি। এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। প্রধান শিক্ষক সেকান্দার আলী মোল্লা মুঠোফোনে বলেন, জাতীয় পতাকার স্ট্যান্ডের এ্যাঙ্গেলে রশিতে প্যাঁচ পরায় পতাকা নামাতে পারিনি। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খাঁন বলেন, আমি বিষয়টি জানিনা, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×