ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে জমে উঠেছে উন্নয়ন মেলা

প্রকাশিত: ০১:১৫, ১৩ জানুয়ারি ২০১৮

শেরপুরে জমে উঠেছে উন্নয়ন মেলা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ সারাদেশের ন্যায় শেরপুরে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা বেশ জমে উঠেছে। কনকনে শীতের মাঝেও প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাহারি স্টলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় কেনাকাটাও হচ্ছে ঢের। শনিবার দুপুরে মেলা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারিসহ ব্যক্তি উদ্যোগে নেওয়া স্টলগুলোতে মোটামুটি দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড় লেগেই আছে। সড়ক ও জনপথ এবং কৃষি বিভাগের স্টলে আধুনিক প্রযুক্তির সমাহার দেখছেন অনেকেই তাক লেগে। কেনাকাটায় নারীদের ভিড় জমেছে অনন্যা বুটিক হাউজ ও আরডিএস এর হস্তশিল্প স্টলে। এছাড়া অনেকেই জেলা ব্র্যান্ডিংয়ের অন্যতম প্রধান উপাত্ত সুগন্ধি তুলসীমালার প্যাকেট কিনছেন জে এন্ড এস গ্রুপের স্টল থেকে। পর্যবেক্ষকদের মতে, এবারের উন্নয়ন মেলার মধ্য দিয়ে জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যাচ্ছে। তাদের মতে, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ এবারের মেলা সফল করতে যেভাবে কাজ করেছেন, শীতের প্রকোপ না বাড়লে মেলা আরও সফলতা বয়ে আনতো। জেলা পর্যায়ে এবারের তৃতীয় উন্নয়ন মেলা বসেছে জেলা কালেক্টরেট উদ্যান চত্ত্বরে। এতে স্থান পেয়েছে ৯০টি স্টল।
×