ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশীয় পণ্যে আকৃষ্ট দর্শনার্থীরা

প্রকাশিত: ০০:৫৭, ১৩ জানুয়ারি ২০১৮

দেশীয় পণ্যে আকৃষ্ট দর্শনার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ ছুটির দিনে একটু বেশিই ভিড় হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। হাজারো মানুষের পদচারণায় ব্যবসায়ীদের বিকিকিনিও বেশ জমজমাট। শুক্র ও শনিবার ছুটির দিন থাকার কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে মেলায়। আর ঢল নামা দর্শনার্থীদের প্রথম পছন্দ দেশীয় পণ্য। দেশীয় পণ্যে সুলবে পাওয়ার জন্য স্টলগুলোতে ক্রেতারা ভিড় জমিয়েছেন। শনিবার স কাল থেকেই মানুষের স্রােত মিশেছে এই মেলায়। সবাই কম বেশি কিছুনা কিছু পণ্য কিনতেও দেখা গেছে। আর চাহিদার অন্যতম পণ্য দেশীয় পণ্য। মেলা ঘুরে দেখা গেছে, দেশী বিদেশী হাজারো রকমের পণ্যে ক্রেতাদের পথম পছন্দ দেশীয় পণ্যই। বিক্রেতারাও জানিয়েছেন দেশীয় পণ্য নজড় কেড়েছে ক্রেতাদের। এক্ষেত্রে দেশীয় ব্র্যান্ডের প্লাস্টিক, হোম টেক্সটাইল, জুয়েলারি, প্রসাধন সামগ্রী ও পোষাকের চাহিদা বেশি। ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রাইস কুকার, ওভেন, ব্লেলন্ডার ফ্রিজ, এলইডি টিভি, এসি, ডিপফ্রিজ, ফ্যান ও আয়রনসহ বিভিন্ন হোমঅ্যাপ্লায়েন্স বিক্রি বেড়েছে। বিভিন্ন দেশীয় পণ্য বিক্রি বৃদ্ধির কারণে বেশ খুশি ব্যবসায়ীরাও। গত দুইদিন মেলা ঘুরে দেখা গেছে, বিদেশী পণ্যের তুলনায় দেশীয় পণ্যের প্যাভিলিয়ন স্টলে ভিড় বহুগুণ বেশি। মেলায় বিদেশী প্যাভিলিয়নের ভিতরে নানা দেশীয় পণ্য স্থান পেয়েছে। সেসব কিনতেও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এর মধ্যে জুয়েলারি পণ্য জুতা জামা কিনতে বেশি ভিড় করছেন নারী ক্রেতারা। দেশের তৈরি হওয়া ইলেক্ট্রনিক্স পণ্যগুলো বার বার দেখছেন এবং পছন্দ হলে কিনে নিতেও দেখা গেছে ক্রেতাদের। দেশীয় বুটিক, তৈরি পোষাকের স্টলগুলো বেশ জমজমাট। তামান্না ফারিয়া হাতে তৈরি ব্যগ কিনে বলেন, এই পণ্য একটা আলাদা ভালাবাসা আছে। দামও আমাদের সাধ্যের মধ্যে। বাহারি বুনন আছে এই কাজে বলেন তিনি। এছাড়াও মেলায় রং ছড়াচ্ছে রংপুরের শতরঞ্জি। এছাড়াও দেশীয় তৈরি বিভিন্ন ডিজাইনের টেবিলম্যাট, কুশন কভার, সোফার রুমাল, জায়নামাজ, পাপোশ, হাত ব্যাগ, সোফার কাভার, মোবাইল ব্যাগ কিনতেও ভিড় ক্রেতাদের। দেশীয় প্লাস্টিক প্রস্তুতকারণ প্রতিষ্ঠানের মধ্যে, বেঙ্গল, তানিন, আরএফএল প্রচুর মানুষের সমাগম দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন নারীরা।
×