ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ফেসবুকে কোরআন শরীফকে অবমাননাকারী যুবক গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৫, ১৩ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জে ফেসবুকে কোরআন শরীফকে অবমাননাকারী যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরীফকে নিয়ে অবমাননাকর ছবি পোষ্ট করা সেই যুবক হাসান-উল-ইসলাম (২৮)কে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে শুক্রবার রাত ২টায় গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার জুমআ’র নামাজের পর পাগলার দেলপাড়া এলাকায় মুসল্লীরা বিক্ষোভ করে। পরে পুলিশ অভিযুক্ত হাসানকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে মুসল্লীরা শান্ত হন। হাসান-উল-ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। হাসান-উল-ইসলাম (২৮) দেয়ার ঘটনায় অভিযুক্ত যুবকের বিচারের দাবিতে মুসল্লীরা বিক্ষোভ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শরফুদ্দীন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি সদর উপজেলার ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার হাসান-উল-ইসলাম তার ফেসবুকে আইডিতে কোরআন শরীফ নিয়ে অবমাননাকর ছবি পোষ্ট করে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শুক্রবার দুপুরে জুমআ’র নামাজের পর স্থানীয় মুসল্লীরা জড়ো হয়ে অভিযুক্ত হাসান-উল-ইসলামের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনার পর থেকে হাসান-উল-ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ মুসল্লীদের অভিযুক্ত হাসান-উল-ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই হেদায়েতে ইসলাম শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শরফুদ্দীন জানান, কোরআন শরীফকে অবমাননাকর ছবি ফেসবুকে পোষ্ট করা সেই যুবক হাসান-উল-ইসলামকে ৪৮ ঘন্টার আগেই মেঘনাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
×