ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ২০

প্রকাশিত: ২১:৪৮, ১৩ জানুয়ারি ২০১৮

ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা ,ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলা মেহেরাবাড়ী ও ভরাডোবা সীমা স্পিনিং মিলের সামনে শনিবার ভোরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলা মেহেরাবাড়ী নামকস্থানে ঢাকাগামী বালিভর্তি একটি ট্রাক মহাসড়কের মাঝখানে দাঁড় করায়। ওই সময় ইকরা পরিবহনের একটি বাস ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে ২০ যাত্রী আহত হন । পরে নম্বরবিহীন একটি মোটরসাইকেল ওই বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে খাদে পড়ে গেলে পার্শবর্তী গফরগাঁও উপজেলার বারা গ্রামের কলিমুল্লার ছেলে হুমায়ূন (৩০) ঘটনাস্থলেই মারা যান । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ত্রিশালের খোকন (৪০), রফিকুল ইসলাম (৩৮), ফুলবাড়ীয়ার আবদুল মজিদ (৩৫), ময়মনসিংহ সদরের ছালাম (৩০) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই সময়ে উপজেলার ভরাডোবা সীমা স্পিনিং মিলের সামনে অজ্ঞাত লেগুনা চাপায় অজ্ঞাতনামা যুবক (৩৫) মারাযান।
×