ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে ফিরে গেলেন তাবলীগ নেতা ভারতের মাওলানা সাদ

প্রকাশিত: ২১:৪৪, ১৩ জানুয়ারি ২০১৮

অবশেষে ফিরে গেলেন তাবলীগ নেতা ভারতের মাওলানা সাদ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ঢাকা ছাড়লেন ভারত থেকে আসা তাবলীগ জামাতের স্বঘোষিত আমীর মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভী। তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকার কাকরাইল মসজিদ থেকে শনিবার সকালে বের হয়ে যান। তাকে পুলিশ কড়া নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জনকণ্ঠকে বলেন, কড়া পুলিশ পাহারায় শনিবার সকাল আটটায় মাওলানা সাদকে কাকরাইল মসজিদ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। তাঁর বিমানে ভারতের দিল্লীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। গত ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার উদ্দেশ্যে ভারতের দিল্লী থেকে মাওলানা সাদ ঢাকায় এসেছিলেন। কান্ধলভির বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার প্রতিবাদে ওইদিন থেকেই বিক্ষোভ করে আসছিলেন তাবলীগ জামাতের একাংশ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওইদিন প্রায় সাড়ে ছয় ঘন্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় রাস্তা আটকে ব্যাপক বিক্ষোভ করেন তারা। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় বিদেশগামী ও বিদেশ থেকে আসা দেশী-বিদেশীদের। ঢাকার সঙ্গে টাঙ্গাইল, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা কিশোরগঞ্জ, গাজীপুরসহ অন্যান্য জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কড়া পাহারায় তাকে বিমানবন্দর থেকে ওইদিনই ঢাকার কাকরাইল মসজিদে আনা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয় নিরাপত্তার জন্য। এ বিষয়ে ১১ জানুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলীগ জামাত ও কওমী মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত বোর্ড বেফাকের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়। শেষ পর্যন্ত মাওলানা সাদ প্রতিবাদের মুখে বিশ্ব ইজতেমায় যোগ না দেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
×