ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবো ॥ নৌ-মন্ত্রী

প্রকাশিত: ১৯:২৪, ১৩ জানুয়ারি ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবো ॥ নৌ-মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবো। ২০১৮ সাল হবে স্বাধীনতার পক্ষের শক্তির। আর জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে বঙ্গবন্ধু যেমন নির্ভিক সৈনিকের মতো এগিয়ে গেছেন; আমরাও সেভাবে এগিয়ে যাবো। জীবন দিয়ে হলেও স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার, জঙ্গীগোষ্ঠীর কাছে মাথা নত করবো না। স্বাধীনতার পক্ষের সকল শক্তি একত্রিত হয়ে জামায়াত রাজাকার আর জঙ্গীদের প্রতিহত করবো। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে সমবায় অধিদপ্তরের আওতাধীন দুগ্ধ প্রকল্পের সুবিধা ভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতি হবে, এ দেশে জঙ্গী মোকাবেলা হবে, সন্ত্রাসীদের প্রতিহত করা যাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে। সে জন্য দলীয় ঐক্য সুসংহত রাখতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা জানেন আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। আমরা শেখ হাসিনা নেত্বত্বে জঙ্গী মোকাবেলা করছি, সন্ত্রাসীদের মোকাবেলা করছি। আমরা শেখ হাসিনার নেত্বত্বে যুদ্ধারাধীদের ফাঁসি দিচ্ছি। সুতরাং কোন মুক্তিযোদ্ধা বিএনপি জামাতের সাথে আতাত করতে পারে না। যারা বিএনপি জামাতের সাথে আতাত করে ওরা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। যারা মুক্তিযোদ্ধা তারা মুখে জয়বাংলা স্লোাগান দিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানতে হবে। তা না হলে কেউ মুক্তিযোদ্ধা বলে দাবী করতে পারে না। যারা জয়বাংলাকে বিশ^াস করে না তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। নৌমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় গেলে দেশ পিছিয়ে যায়। খালেদার আমলে এ দেশে বিদ্যুতের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে এদেশে বিদ্যুত খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারো নৌকায় ভোট আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব, রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ।
×