ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর পদ্মা-মেঘনায় ফেরি চালু

প্রকাশিত: ১৮:০৩, ১৩ জানুয়ারি ২০১৮

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর পদ্মা-মেঘনায় ফেরি চালু

অনলাইন রির্পোটার ॥ ঘন কুয়াশায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি, দৌলতদিয়া-পাটুরিয়া ও মেঘনার চাঁদপুর-শরীয়তপুর নৌপথ আট ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রাত আড়াইটার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় চলতে না পেরে নদীতে চারটি ফেরি আটকা পড়ে। আর দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়ে পাঁচ শতাধিক গাড়ি। একই সময় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে। রাত আড়াইটার দিকে কুয়াশায় ঢাকা পড়ে পদ্মা নদী। এতে দৃষ্টিসীমা কমে আসায় একটু দূরেও কিছু দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয় । মাঝ নদীতে সাতটি ফেরি আটকা পড়ায়চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। শনিবার বেলা সাড়ে ১০টায় কুয়াশা কেটে যাওয়ায় এখানেও আবার ফেরি চলাচল শুরু হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।
×