ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার বিজ্ঞাপন নির্মাণে জে এস মিশু

প্রকাশিত: ০৪:৩৪, ১৩ জানুয়ারি ২০১৮

এবার বিজ্ঞাপন নির্মাণে জে এস মিশু

স্টাফ রিপোটার ॥ তরুণ নির্মাতা জে এস মিশু ক্যারিয়ারের শুরু থেকে ভিন্ন ধাঁচের কাজ করে আসছেন। তার প্রত্যেকটি কাজ বরাবরই ব্যতিক্রম হয়ে থাকে। নিত্য নতুন কাজের অভিজ্ঞতায় নতুন বছরের শুরুর দিকে বিজ্ঞাপন নির্মাণে নাম লেখান তিনি। ইতোমধ্যে বিজ্ঞাপনের শূটিং সম্পন্ন হয়েছে। ক্যাডকো আইটি ফার্মের এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন নবাগত রনি ও জেরিন মল্লিক। উত্তরা ও ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে বিজ্ঞাপনের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়। নতুন বিজ্ঞাপন ও অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে নির্মাতা বলেন, আমি প্রতিটা কাজই একটু ভিন্ন ধাঁচের করার চেষ্টা করি। সেক্ষেত্রে নতুন বছর নতুন কাজ, সবমিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা ছিল। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। বিজ্ঞাপনটি ছাড়াও হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে প্রাণের বিজ্ঞাপন, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক অন্যতম। এছাড়াও ‘একটি মুঠোফোনের গল্প’, ‘সাদাকালো’ নামে নাটক ও টেলিফিল্মের কাজে ব্যস্ত রয়েছেন। এগুলোতে অভিনয় করবেন তিশা, আফনান নিশো, রিয়াজসহ আরও অনেকে। ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে এগুলো প্রচারের সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই সংস্কৃতি অঙ্গনে কাজ করার অদম্য ইচ্ছে ছিল এই নির্মাতার। টিভি মিডিয়াতে কিছু একটা করার জন্য মুখিয়ে ছিলেন। সেই স্বপ্ন নিয়ে মিডিয়া অঙ্গনে তার পথচলা শুরু হয়। প্রথমে তিনি খুলনা বেতার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। তখন থেকেই পরিচালনাকে পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত নেন। একসময় ঢাকায় চলে আসেন। স্বপ্নের পথে যাত্রার শুরুর দিকে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন মিশু। দীর্ঘদিন ধরে মেধাবী এবং জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। একসময় তিনি নিজেই পরিচালনার কাজ শুরু করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর জে এস মিশুর রচনা ও পরিচালনায় নির্মিত হয় টেলিফিল্ম ‘একটি নিষিদ্ধ ভালবাসার গল্প’। যার দর্শকসাড়া ছিল অনেক। পাশাপাশি এই নির্মাতার গত বছর ১৪ ফেব্রুয়ারি প্রচার হওয়া ‘ভালবাসার লুকানো অনুভূতি’ নাটকটিও দর্শকদের কাছে প্রশংসিত হয়। এছাড়াও গত বছর নির্মাতার কয়েকটি নাটক প্রচার হয়েছে। মিশু পরিচালিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘পাওয়া না পাওয়া ভালবাসা’, ‘পাওয়া না পাওয়া ভালবসা-২’, ‘কোন কোন বৃষ্টি মানুষকে ভেজায় না’ ও ‘সমাপ্তি’ প্রভৃতি। পাশাপাশি ‘বন্ধুর মোড়’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন মিশু। পরিচালক জিএস মিশুর জন্ম খুলনার খালিশপুরে। তিন বোন ও দুই ভাইয়ে মধ্যে সবার ছোট মিশু প্রকৌশল বিষয়ে পড়া শেষ করে নিজস্ব প্রডাকশন হাউস নাহিন মাল্টিমিডিয়ার ব্যানারে বিভিন্ন নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মিডিয়ায় মিশু ভাল ভাল কাজ করতে চান। এ জন্য তিনি সংশ্লিষ্টসহ সবার দোয়া প্রার্থী। মিশুর জন্য শুভ কামনা।
×