ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পতেঙ্গায় টার্মিনাল নির্মাণে ভরাট হচ্ছে খাল

প্রকাশিত: ০৪:১৫, ১৩ জানুয়ারি ২০১৮

পতেঙ্গায় টার্মিনাল নির্মাণে ভরাট হচ্ছে খাল

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের পতেঙ্গায় একটি টার্মিনাল করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। যাতে দূর হবে বন্দরের জাহাজ আর কন্টেইনার জট। তবে স্থানটিতে থাকা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে যেখানে স্থানান্তর করা হচ্ছে, সেখানকার সড়ক তৈরি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি খালের অংশ বিশেষ ভরাট করে সড়কটি বানানো হচ্ছে। বাকি খালও ভরাট করা হতে পারে। তাতে বর্ষায় শাহ আমানত বিমানবন্দরসহ ৪১ নম্বর ওয়ার্ডের বড় একটি অংশ জলমগ্ন হবে। কর্ণফুলীর তীরে প্রায় ১৮শ ৭০ কোটি টাকায় পতেঙ্গা টার্মিনাল তৈরি করছে সরকার। ৪টি জেটি সম্পন্ন টার্মিনালটির নির্মাণকাজ চলতি মাসে শুরু হয়ে শেষ হবার কথা ২০১৯ সালে। কর্তৃপক্ষের আশা, এই টার্মিনাল বেশ গতি বাড়াবে বন্দরের। জাহাজ আর পণ্যজট দূর হবে অনেকাংশে। নির্মিতব্য টার্মিনালের স্থানে থাকা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে লালদিয়ারচরে বেসরকারী একটি আইসিডির পেছনে নদীপাড়ের ৫ একর জায়গায় চলছে মাটি ভরাটের কাজ। যেখানে চলাচলে একইসাথে হচ্ছে ৪০ ফুট চওড়া সড়ক। দেখা গেছে, সড়কটির পূর্ব অংশের কারণে আইসিডির পানি নিষ্কাশন ব্যবস্থা ক্ষীণ হয়ে আসছে। এ ছাড়া, সড়কটির দুটি অংশ তৈরি হচ্ছে ১৩ ও ১৪ নম্বর খাল ঘেঁষে। তাতে খাল সরু হয়ে পড়ায় শাহ আমানত বিমানবন্দরসহ গোটা এলাকা জলমগ্ন হবার শংকা স্থানীয়দের। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খালগুলোর একসময় প্রস্থ ছিল দেড় শ ফুট। তবে বিভিন্ন পয়েন্টে দখলের আগ্রাসনে দিনে দিনে তা ১৫-২০ ফুটে নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, খাল রক্ষায় আইসিডির দেয়ালের পর থেকেই সড়ক তৈরি সম্ভব। নগরীর ৪১ নম্বর ওয়ার্ডকে জলাবদ্ধতামুক্ত রাখতে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে, এমন আশা স্থানীয়দের।
×