ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুজানগরে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ০১:৪৩, ১২ জানুয়ারি ২০১৮

সুজানগরে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সুজানগরের ইউএনও’র হস্তক্ষেপে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। জানা যায়, উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের মো.মজিবর শেখের কন্যা ও স্থানীয় গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোছা লীজা খাতুন(১৪) এর সাথে একই এলাকার মো.কাদের শেখের ছেলে খোকন শেখের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার।সে অনুযায়ী বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন করে মেয়ের পরিবার । বাল্য বিয়ের এ বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে ইউএনও আসিফ মাহমুদ জানতে পেরে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) প্রমথ রনজন ঘটক ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনীকে। পরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তারা থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে মেয়েটির বাড়িতে গেলে মেয়ের বাড়িতে অবস্থান করা বর সহ বরযাত্রীরা দ্রুত পালিয়ে যান । এসময় মেয়েটি বাবা মা বয়স না হওয়া পর্যন্ত আর মেয়েটিকে বিয়ে দিবেন না বলে লিখিত দেন উপস্থিত কর্মকর্তাদের কাছে ।
×